Wednesday, 5 February 2014

উইন্ডোজ ৮ এর স্পীড বাড়ানোর উপায়



১. প্রথমে ডেস্কটপের একেবারে বাম দিকে নিচের কোনায় ডান ক্লিক করে System  সিলেক্ট করতে হবে।

২.উইন্ডোর বাম দিকে থাকা  Advanced System Settings  সিলেক্ট করে Advanced ট্যাব হতে performance এর settings সিলেক্ট করতে হবে।

৩. এবার প্রথম ট্যাব Visual Effects হতে adjust for best performance এ ক্লিক করুন এতে সব বক্স থেকে টিক চিহ্ন চলে যাবে।
এবার এগুলিতে টিক দিন -
Show thumbnails instade of icons
Show window contents while dragging
Smooth edges of screen fonts
এই তিনটাতে টিক চিহ্ন দেওয়ার পর Ok করুন। আবার Ok করুন। সিস্টেম উইন্ডোটি ক্লোজ করে দিন।


কাজ শেষ । স্পীড কিন্তু অলরেডি বেড়ে গেছে। J






No comments:

Post a Comment