Thursday, 13 February 2014

ফটোশপ সি.এস. ৬ এবং সিসি এ ইউনিকোড এবং আসকিতে লেখার সমাধান

ফটোশপের সি.এস. ৫ এর জন্য মিডিল ইষ্টার্ন ভার্সনে বাংলা লিখতে কোন সমস্যা হয় না। কিন্তু সি.এস. ৬  কিংবা সিসি এ আলাদাভাবে মিডিল ইষ্টার্ন ভার্সন নেই কিন্তু ভিতরে এর জন্য সেটিংস রয়েছে।

বাংলা লেখার জন্য নিচের ধাপ গুলো অনুসরন করতে হবে।

১. ফটোশপ ওপেন করে Ctrl + k চাপতে হবে। এতে প্রেফারেন্স মেনু আসবে।
২. Text ট্যাব এ যেতে হবে।
৩. নিচের দিকে মিডিল ইস্টার্ন এ ক্লিক করে ওকে করতে হবে।
৪. এবার ফটোশপ বন্ধ করে আবার চালু করতে হবে। নয়ত সেটিংস সক্রিয় হবে না।
৫. অভ্র দিয়ে ইউনিকোড কিংবা আসকিতে লেখা শুরু করতে হবে।

ইউনিকোডে লেখার জন্য সিয়াম রুপালি, সোলেমান লিপি সহ আরো যে ইউনিকোড ভিত্তিক ফন্ট রয়েছে তা দিয়ে লিখতে হবে।

আর

আসকির জন্য Shift + F12 চেপে আসকি ফন্ট যেমন সিয়াম রুপালি আসকি, সুত্বন্নী এমজে, কর্ণফুলি এম জে ইত্যাদি দিয়ে লেখা যাবে।





দেখুন যুক্তাক্ষর লিখা যাচ্ছে কি না। কখনো কখনো যুক্তাক্ষর লিখতে সমস্যা হয়। এক্ষেত্রে দেখুন এই লেখাটি 
















No comments:

Post a Comment