দুটি ফন্ট বাংলার জন্য সমস্যা বাঁধায় -
1. vrinda (এটিতে যুক্তাক্ষরে সমস্যা হয় না কিন্তু দেখতে তেমন সুন্দর না। কোন কোন ক্ষেত্রে বাংলা লেখায় এটি ছাড়া অন্য কোন ফন্ট সিলেক্ট
করাই যায় না, খুব ঝামেলা করে )
2. Arial Unicode MS (এটি দেখতে মোটামুটি কিন্তু কার চিহ্নগুলি এবং যুক্তাক্ষর ঠিকমত আসে না এটিও
অনেক এপ্লিকেশনে জোর করে বসে থাকে সরানো খুব ঝামেলা, তাই ডিলিট করাই বুদ্ধিমানের কাজ)
প্রথমটি অভ্র ইনস্টল করলে ডিলিট হয়ে যায়।
পরেরটিকে ডিলিট করার জন্য কন্ট্রোল প্যানেলে
গিয়ে Fonts এ যেতে হবে তারপর ফন্টটি সিলেক্ট করে ডিলিট করতে হবে।
কখনো কখনো ডিলিট হতে চাইবে না।
যদি না হতে চায় তবে নিচের পদ্ধতি অবলম্বন করে ফোর্স ডিলিট করতে হবে।
উইন্ডোজ সেভেন কিংবা এইট হলে এডমিনস্ট্রেটর
মোডে কমান্ড প্রোম্পট চালু করতে হবে। (উইন্ডোজ এইটের ক্ষেত্রে- কীবোর্ডে লগো বাটন চাপুন এবং সরাসরি লিখুন cmd কমান্ড প্রোম্পট নামে একটি এপ্লিকেশন পাবেন সেটাতে মাউসের ডান ক্লিক করুন। নিচে দেখুন Run as administrator বাটন আসবে সেখানে ক্লিক করুন, তাহলেই এডমিনস্ট্রেটর মোডে কমান্ড প্রোম্পট চালু হবে)
তারপর নিচের কমান্ডটি লিখে এন্টার চাপতে হবে ।
del /f /s /q /a "C:\Windows\fonts\ARIALUNI.TTF"
কমান্ডটির
a
এর
পর "
এর
আগে একটি স্পেস আছে।
লেখায় ভুল না হলে -
Deleted file - C:\Windows\fonts\ARIALUNI.TTF
এই লেখাটি আসবে।
ভুল হলে Parameter format not correct এই ধরনের লেখা বা অন্য কিছু লেখা আসবে। ভুল হলে আবার চেষ্টা করুন।
সঠিকভাবে কাজ হওয়ার পর পিসি রিস্টার্ট করতে হবে। তাহলেই Arial Unicode MS ফন্টটি ডিলিট হয়ে যাবে।
সঠিকভাবে কাজ হওয়ার পর পিসি রিস্টার্ট করতে হবে। তাহলেই Arial Unicode MS ফন্টটি ডিলিট হয়ে যাবে।
এই দুটি ফন্ট ডিলিট হয়ে গেলে বাংলা ফন্ট নিয়ে মোটামুটি
নিশ্চিন্ত থাকা যাবে।
ফটোশপে বাংলা লেখার সমাধান এখানে

No comments:
Post a Comment